বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

ব্লগস্পট ব্লগে যেভাবে টেমপ্লেট ইন্সটল করবেন (নতুনদের জন্য)

ব্লগস্পট ব্লগে যেভাবে টেমপ্লেট ইন্সটল করবেন (নতুনদের জন্য)

ব্লগস্পট ব্লগার একটি ফ্রী ওয়েব ফ্ল্যাটফর্ম এটা আমরা সবাই জানি। অনেক নতুন নতুন ব্লগার প্রতিদিন আসছেন ব্লগস্পটে ব্লগে। প্রকাশ করতে চাচ্ছেন তাদের সৃজনশীলতা। এমনকি অনেক ব্লগস্পটের মাধ্যমে ব্লগিং করে গড়ে নিয়েছেন তাদের ক্যারিয়ার। দাঁড় করিয়েছেন অনেক ছোট খাটো অনলাইন প্রতিষ্ঠান। তার পাশাপাশি আয় করছেন অনেকেই। কিন্তু নতুন যারা ব্লগস্পটে আসছেন তারা প্রায়ই একটি সমস্যায় পড়েন। সেটি হল ব্লগার টেমপ্লেট ইন্সটল নিয়ে। কিভাবে ব্লগার টেমপ্লেট ইন্সটল দিয়ে হয় অনেকেই সেটা নিয়ে প্রশ্ন করেন। আজকে নতুন ব্লগারদের দেখাবো কিভাবে নতুন টেমপ্লেট ইন্সটল করতে হয়।

সবার সুবিধার্তে নিচে স্কীনশট সহ বিস্তারিত বললাম। নিচের ধাপ গুলো ভালো করে অনুসরন করেন।

ধাপ১ঃ প্রথমে আপনার Gmail ID দিয়ে ব্লগস্পটে লগ-ইন করুন।
ধাপ২ঃ তারপর আপনার কাঙ্কিত ব্লগে প্রবেশ করুন।
ধাপ৩ঃ এবার বাম দিক থেকে Template ট্যাবে ক্লিক করুন। তার পর একদম উপরে দেখুন Backup/Restore নামের আরেকটি বাটন আছে, সেটাতে ক্লিক করুন। নিচের স্কীনশটটি দেখুনঃ

Blogger Template install Bangla Tutorial

ধাপ৪ঃ Backup/Restore বাটনে ক্লিক করার পর নতুন আরেকটি ফর্ম আসবে। সেখান থেকে Choose File বাটনে ক্লিক করে আপনার কাঙ্কিত টেমপ্লেটটি সিলেক্ট করুন তারপর Upload বাটনে ক্লিক করুন। নিচের স্কীনশটটি দেখুন
Blogger Template install Bangla Tutorial

ব্যস! কাজ শেষ। হলে গেল আপনার ব্লগে টেমপ্লেট ইন্সটল করা। আর কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগস্পটের যাবতীয় টিটোরিয়্যাল নিয়ে এখন থেকে এই ব্লগে লিখা হবে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ...

TemplateMark better known as Template Market provides High quality free and premium Blogger templates. If you running a blog with Blogspot platform, then you can choose more than 20+ free blogger templates for your blog. TemplateMark provides free version of every template. You can highly choice TemplateMark for your digital blog.

২টি মন্তব্য:

  1. এই স্টাইলে এখন থীম আপলোড দিলে নানা প্রব্লেম হয়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটাই একমাত্র মাধ্যম ব্লগার টেমপ্লেট ইন্সটল দেওয়ার? এ ছাড়া তো ২য় আর কোন ওয়ে নেই? তাহলে আপনি আর কোন স্টাইলে ইন্সটল দিবেন?

      মুছুন