বুধবার, ২০ মে, ২০১৫

এক নজরে দেখে নিন ব্লগস্পট ব্লগে সর্বোচ্ছ কি কি করতে পারবেন


আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগস্পট মাষ্টারদের জন্য নিয়ে আসলাম ব্লগস্পটের গুরুত্বপূর্ণ্য কিছু তথ্য। আমরা যারা ব্লগস্পটে ব্লগ চালাই তারা হয়ত জানেন যে ব্লগস্পট একটি ওপেন সোর্স অথবা সম্পর্ন্য ফ্রী অবমুক্ত একটি ব্লগিং ফ্লাটফর্ম। এখানে হোস্টিং এর জন্য কোন পেমেন্ট করতে হয় না। এটা সম্পর্ন্য ফ্রী। কিন্তু একটি ব্লগস্পটে কিছু লিমিট আছে সেটা হয়ত সকলে জানেন না। তাই আজকে আপনাদের জানাতে আমি হাজির হলাম।

ব্লগস্পট ব্লগে প্রতিনিয়তি নতুন নতুন ফিচার এড হচ্ছে। কাজ করে যাচ্ছে তাদের কোটি কোটি ব্যবহারকারীদের জন্য। এটা সম্পূর্ন্য ফ্রী হলে এদের সীমিত স্বার্থ আছে এখানে। আরেকটি কথা বলে রাখি যারা জানেন না। এটা কিন্তু গুগলেরই একটি অঙ্গ প্রতিষ্টান। এখানে এদের লাভ টা কি সেটা একটু পর বলছি। আগে চলুন ব্লগস্পট ব্লগে সর্বোচ্ছ কি কি করা যায় তা দেখে আসি।

  1. কতগুলো ব্লগ খুলতে পারবেনঃ আপনি একটি একাউন্ট দিয়ে ১০০টি ব্লগ খুলতে পারবেন।
  2. কতগুলো পোষ্ট করতে পারবেনঃ আনলিমিটেড পোষ্ট করতে পারবেন। এখানে কোন লিমিট নেই। আপনি যদি কোন পোষ্ট ডিলিট না করেন তাহলে সবগুলো পোষ্টই আপনার ব্লগে সংরক্ষিত হবে।
  3. কতগুলো পেইজ বানাতে পারবেনঃ আনলিমিটেড পেইজ।
  4. কতগুলো কমেন্ট হবেঃ আনলিমিটেড কমেন্ট। তবে আপনি যদি কোন কমেন্ট হাইড করে রাখেন তবে সেগুলো আপনার একাউন্টে সংরক্ষিত থাকবে।
  5. কি পরিমান ছবি আপলোড করতে পারবেনঃ সর্বোচ্ছ ১ জিবি জায়গা পরিমান ছবি আপলোড করতে পারবেন । আর এই ছবি গুলো Google Picasa Web এ আপলোড হয়। আপনি যদি আপনার গুগল প্লাস একাউন্টে upgrade করেন তাহলে আপনার ব্লগের ছবি গুলো Google+ Photo তে স্টোর করতে পারবেন সর্বোচ্ছ ১৫জিবি পর্যন্ত। আর এই ১৫জিবি লোড হয়ে গেলে আপনাকে জায়গা কিনতে হবে। সমস্যা নেই নামে মাত্র দামে স্টোরেজ কিনতে পারবেন। ১০০ জিবি মাত্র $1.99 প্রতিমাসে। কি বেশী হয়ে গেলো??
  6. ছবির সাইজঃ আপনি যদি পিসি দিয়ে পোষ্ট আপডেট করেন তাহলে কোন লিমিট নেই। আর যদি মোবাইল দিয়ে পোষ্ট আপডেট করেন তাহলে ছবির সাইজ হতে হবে 250K।
  7. কতজন লেখক এড করতে পারবেনঃ প্রতি ব্লগে ১০০জন করে লেখক (Author) এড করতে পারবেন।
  8. কতটি লেভেল বানাতে পারবেনঃ আপনি সর্বোচ্ছ ২ হাজারটি লেভেল বা বিভাগ বানাতে পারবেন এবং প্রতি পোষ্টে সর্বোচ্ছ ২০টি লেভেল যোগ করতে পারবেন।
  9. ব্লগের বিবরণঃ আপনি সর্বোচ্ছ ৫০০ অক্ষরে ব্লগের বিবরণ দিতে পারবেন।
  10. About Me প্রোফাইল বিবরনঃ সর্বোচ্ছ ১,২০০ অক্ষরে দিতে পারবেন।

এখন নিশ্চই বুঝতে পারছেন যে ওদের লাভটা কোন জায়গায়!! হে, অতিরিক্ত স্টোরেজ এর যখন প্রয়োজন হবে তখনই আপনাকে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে।

তবে আমি মনে করে আমাদের জন্য ১৬জিবিই (1GB+15GB) যথেষ্ট। আমরা যারা ব্লগস্পট সাইট চালাই তাদের এর চেয়ে বেশী ব্লগ খুলার ৩-৪ বছরের ভিতরে লাগবে বলে আমি মনে করি না। আর ৩-৪ বছর পর না হল অতিরিক্ত স্টোরেজ নিলাম সমস্যা কোথায়? প্রতি মাসে ১০০ জিবি স্টোরেজ পাচ্ছি মাত্র $1.99 ডলারে যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫৫ টাকা। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন।

সবাই ভালো থাকবেন। আরও কিছু জানার থাকলে টিউনমেন্টে জানাবেন অথবা আমি আছি ফেইসবুকে অথবা যোগ দিন Blogspot Blogger's Forum Bangladesh ফেইসবুক গ্রুপে।

TemplateMark better known as Template Market provides High quality free and premium Blogger templates. If you running a blog with Blogspot platform, then you can choose more than 20+ free blogger templates for your blog. TemplateMark provides free version of every template. You can highly choice TemplateMark for your digital blog.

0 comments: