বুধবার, ২০ মে, ২০১৫

ব্লগস্পট সাইটে রেজিষ্ট্রেশন প্রসেস চালু করার সবচেয়ে সহজ ও কার্যকারী উপায়।


আসসালামু আলাইকুম প্রিয় ব্লগার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগস্পট মাষ্টারদের জন্য নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ন্য টিউন। আমরা যারা ব্লগস্পট ব্যবহার করে বাংলা ব্লগিং অথবা টেকনোলোজি ব্লগিং করি তাদের হয়ত একটা বিষয়ের খুবই প্রয়োজন হয়। আর সেটা হল ইউজার রেজিষ্ট্রেশন। অতিরিক্ত লেখক অথবা এডমিন ছাড়া একা খুব একটা সামাল দেওয়া যায় না এসব সাইট। তাই প্রয়োজন হয় রেজিষ্ট্রেশন এর। কিন্তু ব্লগস্পটে ওয়ার্ডপ্রেস সাইট এর মত ব্যবহারকারী নিজে রেজিষ্ট্রেশন করে লেখক বা এডমিন হতে পারে না। 

টেকটিউনের ভাষায় টিউনার হতে পারে না। ব্লগস্পট মাষ্টাররা অবশ্যই জানেন যে ব্লগস্পট সাইটে মেন্যুয়ালি একজন লেখককে যোগ করতে হয়। এখন মনে করুন একজন ভালো লেখক আপনার সাইট ভিজিট করে তার কাছে ভালো লাগলো, এমক কি তার ইচ্ছাও হল আপনার সাইটে বা ব্লগে লিখার। এখন সে কি করবে? আপনার সাইটে তো রেজিষ্ট্রেশন করার কোন অপশনই নাই? হয়ত সে আপনার সাথে মেইল অথবা মোবাইলে যোগাযোগ করবে। 

তারপর তার কথা ভালো লাগলে আপনি তাকে এডমনি বানেতে পারেন। কিন্তু সেটা একটু ঝামেলাই হয়ে যায় না? অথবা কেউ আপনাকে ফোন করে এডমিন হওয়ার কথা বলবে কেন? যাইহৌক আজকে আমি এসব কিছু থেকে মুক্তি দেওয়ার জন্য হাজির হলাম। আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি আপনার ব্লগস্পট সাইটে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চালু করবেন। যদিও আপনাকে সেটা নিজে হাতেই এডমিন বানিয়া দেওয়া লাগবে। কিন্তু এ প্রক্রিয়াটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে সহজ প্রক্রিয়া মনে হচ্ছে। তার আগে দুইটা ডেমো দেখে আসেনঃ



ছবিঃ Google.com

আশা করছি এখন পুরো জিনিষটা বুঝতে পারছেন। ডেমো১ হল আপনার মূল রেজিষ্ট্রেশন পেইজ। সেখানে আপনি  আপনার ব্লগের নিয়ম অনুযায়ী কিছু লিখলেন অথবে এই পেইজে নতুন ব্যবহারকারীর সর্তাবলি লিখলেন। তারপর আসবে ডেমো২। এটা হল মূল রেজিষ্ট্রেশন ফর্ম। এই ফর্ম পূরন করে একজন নতুন ইউজার তার রেজিষ্ট্রেশন সাবমিট করবে। বাস কাজ শেষ। এখন চলুন মূল কাজে চলে যাই।

এটি কিভাবে কাজ করবে?

আপনি ডেমো২ টি ভালো করে লক্ষ করুন। এখানে সবগুলো ঘর পূরন করে কেউ যদি সাবমিট করে তখন সব গুলো তথ্য আপনার কাঙ্কিত মেইল এ আসবে। তখন আপনি তার যোগ্যতা অনুযায়ী অথবা তার কিছু লেখা দেখে আপনি তাকে তার ইমেইল দিয়ে তাকে Author বানিয়ে দিবেন। এতটুকুই, আর কিছু না...  যদি কেউ ভাবেন যে এতটুকু কাজ তো আমি নিজেই তৈরী করে নিতে পারি! তাহলে আমি বলবো আপনি পারলে আপনাকে অভিনন্দন। আর যদি ভাবেন যে, না! পুরো টিউনটি দেখা দরকার তাহলে মনযোগ দিয়ে দেখুন। বলা যায় না, এই রেজিষ্ট্রেশন প্রসেস এর জন্য আপনা ব্লগের জনপ্রিয়তা বেড়ে যেতে পারে।

ডেমো১ঃ

প্রথমে আপনার ব্লগে একটি নতুন পেইজ তৈরী করুন। তারপর ডেমো১ মত করে সেখানে কিছু লিখুন অথবা আপনার ব্লগের নিয়ম অনুযায়ী নতুন ইউজারদের কিছু সর্তাবলি লিখুন। সাবধান, আবার হুবহুব ডেমো১ এর মত লিখবেন না। এটা আরেকজনের কপিরাইট। কিন্তু আইডিয়া আমার। লেখা শেষ হলে এটিকে সেভ করুন।

ডেমো২ঃ

এটি হল রেজিষ্ট্রেশন ফর্ম। এখানে একজন নতুন ইউজার তার যাবতীয় তথ্য পূরন করে আপনাকে মেইল করবে। তাহলে চলুন এই রেজিষ্ট্রেশন ফর্ম তৈরী করে নেই। 

প্রথমে http://www.123contactform.com/ এই লিংকে গিয়ে আপনার ই-মেইল দিয়ে Sign Up করুন। মনে রাখবেন, এখানে আপনি যে ই-মেইল দিয়ে Sign Up করবেন  সেই এড্রেসেই কিন্তু ব্যবহারকারীর পূরন করা তথ্যগুলো আসবে। কাজেই যে ই-মেইলটি আপনি ব্যবহার করছেন সেটি দিয়েই Sign Up করুন। Sign up করার পর Select new form type একটি পেইজ আসবে। সেখান থেকে আপনি  Contact & Lead Form সিলেক্ট করুন।

 

তারপর Form Name নামে আরেকটি পেইজ আসবে। সেখানে আপনার ফর্মের নাম দিয়ে OK বাটনে ক্লিক করুন। তারপর Editor page আসবে। সেখানে ডিফল্ট ফিল্ড হিসেবে Name, Email, Message এই তিনটি ফিল্ড দেওয়া আছে। এখন আপনার পছন্দ অনুযায়ী বাম পাশ থেকে ফিল্ড চোজ করুন। নিচে দেখুন আমি উদাহর স্বরূপ একটি ফর্ম তৈরী করেছি।

 

মনে রাখবেন, এখানে আপনি যে যে ফিল্ড যোগ করবেন একজন ব্যবহারকারীকে সেগুলো ফিল্ড পূরন করতে হবে। আর সে তথ্য গুলো আপনার মেইলে আসবে। এবার  আপনার ইচ্ছানুযায়ি ফিল্ড এড করা হয়ে গেলে একদম উপরে Continue বাটনে ক্লিক করুন।

 

তারপর যে পেইজ টা আসবে সেখানে কিছু পরিবর্তন করার খুব একটা প্রয়োজন নেই। তারপর আবার উপরে Continue বাটনে ক্লিক করেন। এখন বাম বাশে দেখুন Embed Code নামের একটা ট্যাব আছে। সেখান থেকে আপনি Javascript কোডটি কপি করে নিন।

 


এখন আপনার ব্লগে আরেকটি নতুন পেইজ তৈরী করুন। তারপর এই Javascript কোডটি HTML Section এ পেষ্ট করে সেভ করুন। ব্যস, কাজ শেষ। এখন আপনার ব্লগের মেনু বারে রেজিষ্ট্রেশন নামে আরেকটি মেনু এড করে দিন। যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে ডেমো১ এবং ডেমো২ টা আবার ভালো করে লক্ষ করুন। তাহলে বুঝে যাবেন।

ব্লগে কিভাবে নতুন Author এড করবেন?

এখন মনে করুন কেউ এই ফর্মটি পূরন করে পাঠিয়েছে। এখন আপনি তাকে নতুন Author বানাবেন। কিন্তু কিভাবে? যারা জানেন না তাদের দেখিয়ে দিচ্ছি... প্রথমে আপনার ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তারপর Setting > Basic এ ক্লিক করুন। এখানে দেখুন Permissions নামে একটি অপশন আছে। সেখানে Add Authors এ ক্লিক করে নতুন ইউজারের ইমেইল দিয়ে Invite author এ ক্লিক করুন।

 


কাজ শেষ। আশা করি সবাই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি কারও কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্টে জানাবেন। অথবা আমি আছি ফেইসবুকে অথবা যোগ দিন Blogspot Blogger's Forum Bangladesh ফেইসবুক গ্রুপে।

TemplateMark better known as Template Market provides High quality free and premium Blogger templates. If you running a blog with Blogspot platform, then you can choose more than 20+ free blogger templates for your blog. TemplateMark provides free version of every template. You can highly choice TemplateMark for your digital blog.

৮টি মন্তব্য:

  1. ভাই এর পরে কি আর লগিং করতে হবে

    উত্তরমুছুন
  2. আপনার ব্লগের কমেন্টে ভেরিফাই চিহ্ন টা আসে এটা আমার ব্লগে দিব কিভাবে ....................

    উত্তরমুছুন