মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

ব্লগস্পট ব্লগে Dot.tk ডোমেইন যোগ করার সম্পূর্ন্য গাইডলাইন

ব্লগস্পট ব্লগে Dot.tk ডোমেইন যোগ করার সম্পূর্ন্য গাইডলাইন
আপনার কি ব্লগস্পটের একটি ব্লগ আছে যা দেখতে অনেকটা এরকম:YOURNAME.BLOGSPOT.COM ? আজকে আমি দেখাবো কিভাবে এই ইউআরএল টি বদলে .com, .net অথবা .tk জাতীয় কিছুতে রূপান্তর করবেন। আজকের এই পোষ্টটিতে আমি ব্যাখ্যা করবো কিভাবে আপনার ব্লগস্পট ব্লগে .tk ডোমেইন সেট করবেন।
যেহেতু .tk ডোমেইনটি ফ্রিতেই দেওয়া হয় তাই আজকে আমাদের এই আয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। আগেই বলে নেই যে, পুরো বিষয়টি অনেক লম্বা। তাই একটু ধৈর্য্য নিয়ে পড়তে হবে। আমি তিনটি ধাপে পুরো বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করবো।




১ম ধাপ: Dot.tk প্যানেল সেটআপ


Dot.tk তে কিভাবে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় সেটি আপনি জানেন ধারণা করেই আমি অগ্রসর হয়ে গেলাম। যদি আইডিয়া না থাকে জানাবেন তাহলে আমি এটি নিয়ে পরবর্তীতে একটি পোষ্ট লিখবো। যাই হোক, এবার নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  1. সর্বপ্রথম my.dot.tk এখানে গিয়ে লগইন করুন এবং Domain Panel ট্যাবে এ ক্লিক করুন।
  2. তারপর আপনার পছন্দকৃত ডোমেইনটির (উদাহরণস্বরূপ: http://example.tk) পাশে থাকা “Modify” বাটনে ক্লিক করুন।
  3. এরপর একটি পপআপ বক্স আসবে। সেখানে তিনটি অপশন থাকবে যেমনঃ Domain forwarding, Dot TK DNS Service এবং Custom DNS। এখান থেকে Custom DNS বাটনে ক্লিক করুন। সেখানে আপনি name server গুলো ঠিক করার অপশন দেখতে পাবেন।

ব্লগস্পট ব্লগে Dot.tk ডোমেইন যোগ করার সম্পূর্ন্য গাইডলাইন



২য় ধাপ: DNS এবং CNAME সেটআপ

এখন সময় এসেছে  DNS (Domain Name Server) এবং CNAME সেটআপ করার। নিচের ধাপগুলো মনযোগসহকারে অনুসরণ করুন। তাহলেই আপনি সহজেই DNS গুলো এড করতে পারবেন।


  • সর্বপ্রথম afraid.org সাইটে যান এবং বাম দিকে থাকা “For Members” সেকশনের নিচে “Domains” অপশনে ক্লিক করুন। আপনাকে একটি লগইন পেজে নিয়ে যাওয়া হবে।
  • এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাই Setup an account here বাটনে ক্লিক করে আপনার যাবতীয় তথ্যাদি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। তারপর আপনার মেইলে একটি ভেরিফিকেশন লিংক পাঠাবে সেটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি একটিভেট করুন।
  • অ্যাকাউন্ট অ্যাকটিভেট হওয়ার পর উপরোক্ত উপায়ে লগইন করুন। তারপর, “Domains” নামক অপশনে ক্লিক করলে “Add a domain” নামক অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার .tk ডোমেইনটি লিখে “Submit” বাটনে ক্লিক করুন। তারপর নিচের মতো একটি মেসেজ আসবে:

“Domain example.tk has been added to the system. Domain has been marked as BROKEN until the nightly check verifies the domain is properly delegated to afraid.org. If you are new to afraid.org, more details about what BROKEN means is explained in FAQ item #11. Enjoy”.

  • এখন বামদিকে থাকা “Domain” অপশনটি ক্লিক করুন। তাহলে নতুন একটি পৃষ্ঠায় যাবে।
  • নতুন পৃষ্ঠায় “Manage” নামক অপশনটি ক্লিক করুন এবং সেখানে অনেকগুলো কনফিগারহীন রেকর্ড দেখতে পাবেন।
  • এখানে আপনার example.tk এবং www.example.tk এই দুটো বাদে বাকি সবগুলো ডোমেইন রেকর্ড সিলেক্ট করুন এবং সেগুলো সব ডিলেট করে দিন। সবার শেষে একটি রেকর্ড দেখতে পাবেন যা কনফিগার করা এই রকমভাবে: MX 10:mail.example.tk“. সেটিও ডিলেট করে দিন। শুধুমাত্র উপরোক্ত দুটো রেকর্ডই রাখুন।

  • এবার এই স্ক্রিনের উপরের ডানে এবং নিচের ডানে থাকা ADD বাটনে ক্লিক করুন। এখানে Type নামক ঘরে “A” সিলেক্ট করুন এবং Subdomain ঘরটি খালি রাখুন এবং Destination ঘরে 216.239.32.21 লিখুন এবং Save বাটনে ক্লিক করুন। এই ধাপটি পুনরায় অনুসরণ করে নিম্নোক্ত তিনটি নম্বর Destination ঘরে প্রদান করে সেভ বাটনে ক্লিক করুনঃ

216.239.34.21
216.239.36.21
216.239.38.21

  • এভাবে আপনি তাহলে ৪টি রেকর্ড পাবেন। এবার আমরা CNAME রেকর্ড ‍যুক্ত করবো। এর জন্য, আবার ADD অপশনে ক্লিক করুন এবং এই বার Type নামক ঘরে “A” এর জায়গায় “CNAME” সিলেক্ট করুন। subdomain নামক ঘরে www টাইপ করুন। destination ঘরে ghs.google.com লিখুন এবং “Save” বাটনে ক্লিক করুন। ব্যস! আমাদের ২য় ধাপ শেষ।


৩য় ধাপ: ব্লগস্পট ব্লগে Dot.tk ডোমেইন যুক্ত করা

  • আপনার ব্লগার অ্যাকাউন্টে প্রবেশ করুন এবং Settings ট্যাবের ভেতরে Basic নামক অপশনে যান। এখানে “Publishing” নামক একটি অপশন দেখবেন সেখানে add a custom domain নামক লিংকটিতে ক্লিক করুন
ব্লগস্পট ব্লগে Dot.tk ডোমেইন যোগ করার সম্পূর্ন্য গাইডলাইন

  • আপনার ডোমেইনের URL টি (example.tk) লিখুন এবং Save বাটনে ক্লিক করুন। ব্যস! আপনার blogspot.com ঠিকানাটি এখন পরিবর্তিত হয়ে আপনার নতুন ডোমেইনটি দেখাবে। তবে, আপনাকে একটু ধৈর্য্য ধরতে হতে পারে কারণ এই পরিবর্তনের জন্য গুগল সর্বোচ্চ ২৪ ঘন্টা এবং TK ডোমেইন ও nameservers সেটআপ হতে সাধারণত ২৪-৭২ ঘন্টা সময় লাগে।

ব্লগস্পট ব্লগে Dot.tk ডোমেইন যোগ করার সম্পূর্ন্য গাইডলাইন



আশা করি, আমাদের এই পোষ্টটি বুঝতে পেরেছেন। কোন কিছু না বুঝে থাকলে কিংবা কোন সমস্যায় পড়লে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানান।

কৃতজ্ঞতাঃ হাসিব শাহাবুদ্দিন

TemplateMark better known as Template Market provides High quality free and premium Blogger templates. If you running a blog with Blogspot platform, then you can choose more than 20+ free blogger templates for your blog. TemplateMark provides free version of every template. You can highly choice TemplateMark for your digital blog.

0 comments: