সোমবার, ১৫ জুন, ২০১৫

BD Fusion - বাংলা ব্লগিং এর জন্য রেসপন্সিভ একটি ব্লগার টেমপ্লেট।

bangla blogger template

আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ব্লগার ভাইয়েরা আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন। যারা বাংলায় ব্লগিং করেন তাদের জন্য MS Design মাঝে মধ্যে কিছু নতুন চমক নিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। আজকেও আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি রেস্পন্সিভ ব্লগার টেমপ্লেট। যা ব্যবহার করে আপনি খুব সহজেই বাংলায় ব্লগিং করতে পারবেন।

অসাধারণ এই টেমপ্লেটটিতে রয়েছে কিছু বেশ কিছু নতুন চমক। যেমনঃ স্লাইডার - যা সাম্প্রতিক পোষ্ট গুলো দেখাবে। ট্যাব উইডগেট, উপরে ন্যভিগেশন এবং আরও অনেক কিছু যা আপনার ভালো লাগবেই। তাহলে চলেন এই টেমপ্লেটটির কিছু ফিচার দেখে আসিঃ

  1. বাংলায় অনুবাদ করা
  2. এসইও অপটিমাইজড
  3. রেসপন্সিভ (পরীক্ষা করুন)
  4. স্লাইডার
  5. উপরে মেনুবার
  6. ২ কলাম বিশিষ্ট লে-আউট
  7. শেয়ার বাটন
  8. সাবস্ক্রাইব বক্স
  9. এবং আরও অনেক কিছু...


আশা করি ফিচার দেখেই বুঝতে পারছেন টেমপ্লেট সম্পর্কে। জি ভাই, এই টেমপ্লেটটি আপনাদের ভালো লাগবেই। তাহলে চলুন এখন টেমপ্লেটটির ডেমো দেখে নেই এবং ডাউনলোড করে নেই।



যদি আপনাদের কাছে টেমপ্লেটটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে...

TemplateMark better known as Template Market provides High quality free and premium Blogger templates. If you running a blog with Blogspot platform, then you can choose more than 20+ free blogger templates for your blog. TemplateMark provides free version of every template. You can highly choice TemplateMark for your digital blog.

0 comments: